Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালটি যশোর-ঝিনাইদহ মহা সড়ক সংলগ্ন হামদহ বাসস্ট্যান্ড এর পূর্ব পার্শ্বে অবিস্থত। ১৯৬৮ সালে হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর হতে এই প্রতিষ্ঠানটি জেলার প্রায় ২০ লক্ষ জনগনের স্বাস্থ্যের মানোন্নয়নে কাজ করে চলেছে। এর মধ্যে ২৪/৭ ইওসি সার্ভিস কেন্ত্র ,আউটডোর/ইনডোর সেবা, এএনসি ও পিএনসি সেবা , অসংক্রামক রোগের চিকিৎসা ও কিশোর কিশোরীদের স্বাস্থ্য সেবা,  বৈকালিক বিশেষজ্ঞ স্বাস্থ্য সেবা, ডোপ টেষ্ট কার্যক্রম, ব্লাড ব্যাংক সেবা, এ্যাম্বুলেন্স সেবা, এক্স-রে, ইসিজি, আল্ট্রাসনোগ্রাফী প্যাথলজী সেবা উল্লেখ যোগ্য । তা ছাড়াও হাসপাতাল পরিচালনায় “ কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম ” এর মাধ্যমে এটি দেশের অন্যান্য হাসপাতালের জন্য মডেল হিসাবে বিবেচিত হয়ে আসছে ।